জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না: নুর

আরটিভি নিউজ

শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ , ০৮:১৭ পিএম


জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না: নুর
ফাইল ছবি

জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ডিসেম্বর) গণ-অভ্যুত্থানে আহতদের সুস্থতা ও শহীদদের স্মরণে মিরপুরে দোয়া ও আলোচনায় তিনি এ কথা বলেন।

কোনোভাবেই ফ্যাসিবাদীদের পুনর্বাসন করা যাবে না জানিয়ে নুরুল হক নুর বলেন, শেখ হাসিনা ভারতের দাসী এবং আওয়ামী লীগ ছিল তাদের সেবাদানকারী প্রতিষ্ঠান। এজন্য তারা প্রোপাগান্ডা ছড়িয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বিপ্লবকে ভিন্ন খাতে রূপ দিতে বিভিন্ন মহল ও ভারতীয় মিডিয়া নানা অপতৎপরতা চলাচ্ছে। দেশটির গণমাধ্যম প্রোপাগান্ডা চালাচ্ছে। ভারতের ষড়যন্ত্র ও আগ্রাসনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে এক্যবদ্ধ হতে হবে।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, জাতীয় সরকার ছাড়া জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না। জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত না হলে এ সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না। জাতীয় সরকার গঠন করে ৬ মাসের জন্য সভা-সমাবেশ বন্ধ করুন।

নুরুল হক নুর বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময় সভায় সব রাজনৈতিক দল দেশের সার্বভৌমত্ব রক্ষায় একমত প্রকাশ করেছে। প্রবাসে যে যেখানে আছেন সবাইকে ভারতের এই মিথ্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষেত্রে কোনো আপোস নেই। কেউ কেউ আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে মিনমিন করছে। তারা চায় না, নতুন কোনো দল রাজনৈতিক দল আসুক।

চাঁদাবাজির বিষয়ে গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, আওয়ামী লীগের মতো এখন অন্যান্য রাজনৈতিক দলও চাঁদাবাজি করছে। এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি, দখলদারি চলবে না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
 
আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission